নাসিরনগরে হামলা, সাইবার ক্যাফের মালিক আটক
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরেকজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন আজ মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরকে আটকের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কালাইশ্রীপাড়া থেকে জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুরের আলামীন সাইবার ক্যাফের স্বত্বাধিকারী। এ ঘটনায় এই নিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।
কোর্ট পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে জাহাঙ্গীর ঘটনার সঙ্গে জড়িত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত জাহাঙ্গীরের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরদিন ২৯ অক্টোবর দিনভর নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় পরদিন ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের একাধিক মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা হয়।
ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজল দত্ত ও নির্মল দত্ত বাদী হয়ে ৩১ অক্টোবর নাসিরনগর থানায় দুটি মামলা করেন।