মেয়র মান্নানকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার মেয়র মান্নানের পক্ষে দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এর আগে গত ২৪ নভেম্বর মেয়র মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
ওই আদেশের ফলে মেয়র মান্নান তাঁর বিরুদ্ধে থাকা অন্য সব মামলায় জামিনে আছেন এবং মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
তবে সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তির অপেক্ষায় থাকা গাজীপুর সিটি মেয়রকে গত ২৫ নভেম্বর আরেকটি মামলায় গ্রেপ্তারের আদেশ দেন আদালত। এরপর তিনি হাইকোর্টে এ আবেদন করেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায় গ্রেপ্তার হন। পরে তাঁকে ২২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেসব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর চলতি বছর ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর চলতি বছর ১৫ এপ্রিল তাঁকে পুনরায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই থেকে তিনি কারাগারেই আছেন।