সাখাওয়াত খরচ করবেন আট লাখ, আইভি ১৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি খরচ করবেন ১৫ লাখ টাকা। অন্যদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান ব্যয় করবেন ৮ লাখ টাকা।
নির্বাচন কমিশনে দেওয়া নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে এসব জানিয়েছেন উভয় প্রার্থী।
তথ্য বিশ্লেষণে দেখা যায় নির্বাচনে সাখাওয়াতের নির্বাচনী ব্যয়ের প্রায় দ্বিগুণ আইভির ব্যয়। সেলিনা হায়াৎ আইভি ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে নারায়ণগঞ্জের প্রথম মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।
এদিকে প্রথম বারের মতো সিটি নির্বাচন করছেন সাখাওয়াত। অন্যদিকে প্রথমবারের মতো ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে যাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী।
সেলিনা হায়াৎ আইভি নির্বাচনী ব্যয়ের ১৫ লাখ টাকার উৎস দেখিয়েছেন মেয়র হিসেবে প্রাপ্ত সম্মানী ও বেতনভাতা।
ব্যয় বিশ্লেষণ করে আইভি দেখিয়েছেন, তিনি পোস্টার ছাপাবেন ৭২ হাজারটি। যার খরচ এক লাখ ৪৪ হাজার টাকা। তাঁর নির্বাচনী ক্যাম্প হবে তিনটি। নির্বাচনী ক্যাম্পে মোট খরচ হবে ৮৫ হাজার টাকা। নির্বাচনী ক্যাম্পে কর্মীদের জন্য খরচ হবে ৫৫ হাজার টাকা। নিজের বা নির্বাচনী এজেন্ট এবং কর্মীদের পেছনে খরচ হবে ৭০ হাজার টাকা। আসবাবপত্র ভাড়া হিসেবে খরচ হবে ১০ হাজার টাকা।
এ ছাড়া আরো বলা হয়, দুই লাখ প্রচারপত্র ছাপানো হবে, যার খরচ হবে এক লাখ টাকা। হ্যান্ডবিল বাবদ এক লাখ, ডিজিটাল ব্যানার বাবদ দুই লাখ ৫০ হাজার টাকা খরচ হবে। নির্বাচনী প্রচারে ১০০টি পথসভা করবেন আইভি। এতে খরচ হবে ১০ হাজার টাকা। প্রচারে মাইক ব্যবহার বাবদ খরচ হবে এক লাখ ২৬ হাজার টাকা।
অন্যদিকে নির্বাচনে আট লাখ টাকা ব্যয় করবেন সাখাওয়াত হোসেন খান। এর মধ্যে সাত লাখ টাকাই দিচ্ছে তাঁর স্বজন এবং অন্যরা। বাকি উৎস দেখিয়েছেন নিজের আইন পেশা থেকে।
নির্বাচন কমিশনে দেওয়া তথ্যে সাখাওয়াত জানিয়েছেন, নির্বাচনী ব্যয়ের পাঁচ লাখ টাকা দিবেন তাঁর ভাগ্নে মিল্টন হাওলাদার। তিনি বর্তমানে বিদেশে আছেন। অন্যদিকে স্বজনদের বাইরে সাখাওয়াতকে নির্বাচনী ব্যয়ের জন্য দুই লাখ টাকা দিচ্ছেন মো. আনছার উদ্দিন।
এ ছাড়া ব্যয় বাবদ সাখাওয়াত দেখিয়েছেন, তিনি পোস্টার করবেন দেড় লাখ। এতে খরচ হবে দুই লাখ ৫০ হাজার টাকা। তাঁর নির্বাচনী ক্যাম্প হবে ২০টি। সেখানে সর্বমোট ব্যয় হবে এক লাখ ১০ হাজার টাকা। কেন্দ্রীয় একটি ক্যাম্প করবেন সাখাওয়াত। সেখানে ব্যয় হবে ৪৫ হাজার টাকা। নিজের ও নির্বাচনী এজেন্টদের খরচ ধরেছেন ৯৫ হাজার টাকা। সভা-সমাবেশের খরচ ধরেছেন ৬৩ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া দুই লাখ প্রচারপত্র ছাপাবেন সাখাওয়াত। যার খরচ পড়বে এক লাখ ২০ হাজার টাকা।