বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, অস্ত্রোপচার ও চশমা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
‘জাতিসংঘে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম। সেখানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বলা হয়েছে, উন্নয়নের রোল মডেল হচ্ছে এখন বাংলাদেশ। তাঁরা বলেছেন, বাংলাদেশ যেভাবে উন্নয়ন করছে পৃথিবীর অন্য কোনো দেশ সেভাবে উন্নয়ন করতে পারছে না’, বলেন খন্দকার মোশাররফ।
মন্ত্রী বলেন, ‘আমরা যখন ক্ষমতায় যাই, তখন দেশের মানুষের গড় আয় ছিল ৬২৫ ডলার। আর এখন মানুষের গড় আয় ১৬৪৪ ডলার। আমাদের গড় আয় তিনগুণের বেশি হয়েছে। আমরা এর মধ্যেই মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা, জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম মোহাম্মদ আজাদ, ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুণ কান্তি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. খবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।
ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় শুক্র ও শনিবার সাড়ে ৫০০ রোগীকে বিনামূল্যে ছোখের ছানির অস্ত্রোপচার করা হবে।