টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে ঐক্যের প্রয়োজন : আলাল
আওয়ামী লীগ সরকার বিএনপির কিছু লোককে লোভ দেখিয়ে হাতে নিয়ে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দনে জেলা বিএনপির কর্মী সমাবেশে আলাল এ কথা বলেন।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে দেশের সামনে অনেক বড় যুদ্ধ। একদিকে চক্রান্ত চলছে, একদিকে বিএনপির মূল নেতৃবৃন্দকে সাজা দিয়ে কারাগারে রেখে দলের মধ্য থেকে আরেকটি অংশকে লোভ-লালসা দেখিয়ে হাতে নিয়ে তারপর একটি নির্বাচন দেওয়ার পরিকল্পনা-অপপরিকল্পনা রয়েছে। সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের মাজারে হাত দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব হচ্ছে একেকটি টেস্ট কেস। শেখ হাসিনার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে একেকটি টেস্ট কেস। এই টেস্টে যদি আমরা উত্তীর্ণ হতে না পারি চূড়ান্ত পরীক্ষায় কিন্তু আমরা কৃতকার্য হতে পারব না। সেই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আজকে আমাদের মধ্যে ঐক্যের অনেক অনেক বেশি প্রয়োজন।’
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, মুজিবুর রহমান মুজিব, এম এ মুকিত প্রমুখ।