যা কিছু হোক, দায়িত্ব আমি নেব
পুলিশ বাহিনীকে যে কোনো উপায়ে চলমান নাশকতা দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আজকে মানুষের ওপর যে জুলুম হচ্ছে, এই জুলুম যেন আর কেউ না করতে পারে। যারা মানুষকে পোড়াবে বা যারা মানুষের ওপর এভাবে আঘাত করবে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার তা আপনারা নেবেন। এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক, সে দায়িত্ব আমি নেব।’
প্রধানমন্ত্রী পুলিশের কর্মকর্তাদের আরো বলেন, ‘মানুষের জীবনের, জানমালের নিরাপত্তা আপনাদের দিতেই হবে। আর সেটা দেওয়ার জন্য যত কঠিন কাজ করতে হোক, সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন। অন্তত এইটুকু লিবার্টি আমি আপনাদের দিয়ে যাচ্ছি।’
জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষে পুলিশ সুপার ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শত চেষ্টা সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
পুলিশের অন্যতম সমস্যা লোকবল ও আবাসন– এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী খুব দ্রুত ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার কথা জানান। এ ছাড়া ঢাকা মহানগরীর চারপাশে একটি করে পুলিশ লাইন নির্মাণ এবং পুলিশ বিভাগের জন্য সচিব পদমর্যাদার পাঁচটি গ্রেড-১ পদ তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষার’ দায়িত্ব পালনে ‘ইস্পাত কঠিন মনোবল’ নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আশা করি, আপনারা যখন নিজ নিজ এলাকায় ফিরে যাবেন, তখন এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেবেন।’