সাংবিধানিকভাবেই ক্ষমতা গ্রহণ করেছিলাম : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অসাংবিধানিকভাবে নয়, সাংবিধানিকভাবেই ক্ষমতা গ্রহণ করেছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দলের ‘সংবিধান সংরক্ষণ দিবসের’ আলোচনায় এই মন্তব্য করেন এরশাদ।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ দাবি করেন, তাঁর আমলেই দেশের মানুষ সবচেয়ে শান্তিতে ছিল। কোথাও সহিংসতা হয়নি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামীতে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। দল সংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে বিজয়ের সম্ভাবনার কথাও এ সময় জানান তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘রাষ্ট্রপতি সাত্তার সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি ছিলেন। তিনি তাঁর মন্ত্রিসভার অযোগ্যতার কারণে, মন্ত্রীর বাসায় যখন খুনির আসামি পাওয়া যায়, সেই কারণে মন্ত্রিসভার মধ্যে দ্বন্দ্বের কারণে তিনি স্ব ইচ্ছায় সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। রেডিওতে ভাষণ দিয়েছিলেন। আমি না থেকে অন্য কেউ না সেখানে থাকলে একটা দায়িত্ব তাঁকে গ্রহণ করতে হতো, দায়িত্ব তাঁকে গ্রহণ করতে হতো। তিনি আমাকে ক্ষমতা দেন নাই। সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দিয়েছিলেন।’