২০১৮ সালের মধ্যে সব উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
২০১৮ সালের মধ্যে দেশের সব উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬’ উপলক্ষে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার ইন্টারন্যালনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন।
এতে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিভিন্ন অপপ্রচার এর মাধ্যমে দূর হবে। 'অদম্য বাংলাদেশ' প্রতিপাদ্যে এবারের মেলায় বেসরকারি খাতের ১২৫টি প্রতিষ্ঠানের ৩২০টি স্টল থাকবে। এ ছাড়া ৫০টি বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ খাতের গবেষণা ও নতুন উদ্ভাবনী বিষয়ে ১০টি প্রকল্প মেলায় প্রদর্শিত হবে।
নসরুল হামিদ জানান, বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক ছোঁয়ায় আগামী ৮ ডিসেম্বর হাতিরঝিলে সর্বসাধারণের জন্য বিশেষ আলোকসজ্জা করা হবে।