শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, মানসম্মত শিক্ষার অভাব : নাহিদ
দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব না থাকলেও মানসম্মত শিক্ষার অভাব রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত দুদিনের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। অভাব রয়েছে মানসম্মত শিক্ষাব্যবস্থার। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে আধুনিক ও মানসম্মত নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে না।’
মন্ত্রী আরো বলেন, সারা দেশে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির পরও উচ্চশিক্ষায় দেশে সাত লক্ষাধিক আসন খালি থাকবে।
উপাচার্য ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য দেন এ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ও শারীরিক শিক্ষা বিভাগের ডিন অধ্যাপক ড. নাসিম রেজা। সেমিনারে দেশ-বিদেশের ৩০ জন শিক্ষাবিদ অংশ নিচ্ছেন। সেমিনার শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।