ফের সংলাপের তাগিদ বিএনপির
দ্রুত দেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলের সাথে একটি ‘অর্থবহ সংলাপের আন্তরিক সূচনার’ জন্য সরকারের প্রতি আবারও তাগিদ দিয়েছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
সংবাদ সম্মেলনে পহেলা বৈখাখে নারী সম্ভমহানীর জঘন্য ঘটনার ক্ষত না শুকাতেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায়ের এক তরুণীর সম্ভ্রমহানীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতদিন পরও মানুষ নামের এসব জানোয়ারদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে না পারায় ‘কালচার অব ইমপিউনিটি’ আরো প্রতিষ্ঠিত হতে চলেছে বলে মনে করে বিএনপি।
এছাড়াও বেকারত্ব, কর্মের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে পড়ায় আন্তর্জাতিক দালাল চক্রের প্রলোভন-প্রতারণায় এখন সাগর বক্ষে হাজারও নিরীহ বাংলাদেশি মানুষ মৃত্যূর প্রহর গুনছে বলে মনে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশে বিনা ভোটের সরকার নির্বিকার ভূমিকা পালন করে চলেছে,কিন্তু বিরোধী দলের প্রতি ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর পথ ছেড়ে সবাইকে নিয়ে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থাকে কীভাবে বাঁচানো যায়, তা নিয়ে সরকারের যেন কোনো মাথাব্যথা নেই।’
‘দেশে এমনি একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করার প্রেক্ষাপট তৈরি হয়েছে-কারণ দেশে কোনো জবাবদিহিমূলক সরকার নেই এবং জাতীয় সংসদেও কোনো বিরোধী দল নেই। সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিনা ভোটের গৃহপালিত তথাকথিত বিরোধী দলও কার্যত সরকারের অংশ হয়ে গেছে বলে প্রকৃত সত্য উচ্চারণ,জনগণের পক্ষে কথা আজ জাতীয় সংসদে উচ্চারিত হয় না।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে সম্ভব ছিল না বলেই গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করেছিল। বর্তমান শাসকগোষ্ঠী গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ধারণা করে নিয়েছে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়া যায়। কারণ তাঁরা জনগণকে কোনো তোয়াক্কাই করে না,কিন্তু অবাধ-নিরপেক্ষ ভোটে ভীষণ ভয় পায়।’
‘এমনই পরিস্থিতিতে বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে সরকারের সকল খারাপ নীতির,পদক্ষেপের সমালোচনা করছে,প্রতিবাদ জানাবে,সাংবিধানিক সীমার মধ্যে শান্তিপূর্ণভাবে।’
বিএনপি আশা করে, ‘সরকার বিরোধী মতকে সহ্য করে বিরোধীদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকারগুলো চর্চার জন্য পথকে সংকুচিত করার নীতি থেকে সরে আসবে এবং অতি দ্রুত দেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপিসহ সকল দলগুলোর সাথে একটি অর্থবহ সংলাপের আন্তরিক সূচনার সূত্রপাত ঘটাবে।’