নাশকতার মামলায় রাসিক কাউন্সিলর গ্রেপ্তার
শ ম সাজু, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন টুনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে নগরীর পুলিশ লাইন সংলগ্ন শাপলা চত্বর এলাকার ওয়ার্ড কাউন্সিলরের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের করা নাশকতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আজ রোববার দুপুরে তিনি তাঁর কার্যালয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।