শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার নিয়ে মোট ২০ বার হত্যার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বারবার এ ধরনের চেষ্টা হয়েছে।
নিজের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরাও বসে নেই তাঁকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) হত্যার উদ্দেশে। উনিশ বারের সঙ্গে আরো একবার যোগ হলো। ২০ বার তাঁকে হত্যার প্রচেষ্টা করেছে। তারা মনে করছে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা থামাতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী…আমরা যাতে স্তব্ধ হয়ে যাই সেজন্যই এ সমস্ত ষড়যন্ত্র।’
এ সময় এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এ পর্যন্ত যারা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। তিনি সব কিছুকে ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সব কিছু নিয়ে কাজ করছে।