যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে আইন হচ্ছে
যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইনের খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ রোববার সকালে বাংলা একাডেমিতে বেসকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইন করার ব্যাপারে ড্রাফট (খসড়া) চলছে।’
নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সম্পর্কে মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না।
গতকাল শনিবার সুপ্রিম কোর্টে এক আলোচনায় প্রধান বিচারপতি সুরেন্দ্রে কুমার (এস কে) সিনহা অবিলম্বে সংবিধান থেকে ১১৬ অনুচ্ছেদ সরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বক্তব্যের পূর্ণাঙ্গ অনুলিপি দেখে মত দেবেন।