সাঁওতালদের নিয়ে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে আদালতে এসপি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে পুলিশ-চিনিকল শ্রমিক ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে হাইকোর্টে হাজির হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি)।
হাইকোর্টের তলবের ভিত্তিতে আজ সোমবার আদালতে হাজির হন এসপি আশরাফুল ইসলাম।
সাঁওতালদের ওপর হামলার বিষয়ে জেলা এসপি আশরাফুল ইসলামের দেওয়া এক প্রতিবেদনের ব্যাখ্যা দিতে তাঁকে আজ হাইকোর্টে তলব করা হয়।
হামলার ঘটনায় করা ওই প্রতিবেদনে ‘কতিপয় বাঙালি দুষ্কৃতকারী’ এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাই আজ এসপিকে তলব করেছেন আদালত।
এ ছাড়া সাঁওতালদের পক্ষ থেকে করা মামলার বাদী স্বপন মুরমুকেও তলব করেছিলেন হাইকোর্ট। তিনিও আদালতে হাজির হয়েছেন আজ।