মোদি আসছেন ৬ জুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে আগামী ৬ জুন বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার বিকেলে ইমেইলে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এ দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিষয়টি জানানো হয়েছে।
urgentPhoto
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নরেন্দ্র মোদির এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের কথা প্রকাশ করে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো জোরদার এবং সম্পর্ক আরো আন্তরিক হবে বলে আশা করা হচ্ছে।
দুই দিনের এই সফরে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন তিনি।
গত ৫ মে ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। এ সময় মোদির ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে কথা বলেন তাঁরা।
এদিকে, গত ৯ ও ১০ মে কলকাতা সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সঙ্গে ঢাকা সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, মোদির সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণে মমতা আগ্রহ প্রকাশ করেছেন।
জুনের এই সফরই হবে প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে মোদির প্রথম সফর। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্ক ও কাঠমান্ডুতে হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত হয়। নভেম্বরে জাতিসংঘের অভিবাসন ও সার্ক সম্মেলনেও দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়।
জানা গেছে, নরেন্দ্র মোদির সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে রয়েছে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, অভ্যন্তরীণ নৌ প্রটোকল নবায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন, সামুদ্রিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)। এ ছাড়া বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। নতুন একটি ঋণচুক্তি সইয়ের কথাও রয়েছে।