গোপালগঞ্জের বীণাপাণি গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীণাপাণি গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ধারাবাশাইল গ্রামে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়। পরে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন। এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ মেধাবী শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চাশজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের পঞ্চাশজন শিক্ষার্থীকে ইনফ্রা-রেড কমিউনিকেশসন্স লিমিটেড (আইআরসি) প্রকাশিত সময় রেখায় বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ ‘সে আগুন ছড়িয়ে গেল সবখানে’ প্রদান করা হয়।
শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বীণাপাণি গ্রন্থাগারের সভাপতি দিলীপ কুমার ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীণাপাণি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী।
অনুষ্ঠানে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অমর চন্দ্র বৈরাগী, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক মিন্টু রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কান্দি ইউনিয়ন শাখার সভাপতি মনীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক ও কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক, কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র হালদার, ৪০ নং ধারাবাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিপ হালদার লেলিন, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক পরেশ চন্দ্র বৈদ্য বক্তব্য দেন।