বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলব : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতার কবি। আমরা নজরুলের সেই মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে চাই। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। সেজন্য আমাদের আরও লড়াই করতে হবে ও সেটাই হচ্ছে আমাদের অঙ্গীকার; নজরুলের চেতনার প্রতীক।’
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। আমাদের আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও আদর্শ সবকিছুর সঙ্গে নজরুল জুড়ে আছেন। নজরুল আমাদের জাতীয় কবি, প্রেমের, বিদ্রোহ ও বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তার বিচরণ।’
নির্বাচনে বাধা দেওয়া বা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থদের ভিসা দেওয়া হবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে, তার জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন চাই। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের আমরা অবশ্যই প্রতিহত করব। যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে; এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে (সহিংসতা) আছে; কাজেই ওদের খবর আছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগামী নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করব। আমরা নির্বাচন চাই। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। সব ধরনের সহযোগিতা করব।’