আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : মির্জা আব্বাস
ক্ষমতাসীনদের ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আপনাদের বিচার হবে, শাস্তি হবে। বিদ্যুৎ, গ্যাস পায় না দেশের মানুষ। অন্যায়-অত্যাচার বিনাবিচারে কিছুই যাবে না। সব কিছুরই বিচার হবে, ইনশাল্লাহ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার (২৭ মে) বিকেলে এক প্রতিবাদ সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ বিএনপি এর আয়োজন করে। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা আব্বাস বলেন, ১৯৮১ সালে এরশাদবিরোধী আন্দোলন করেছি। নয় বছর লেগেছে সরকার বিদায় করতে। যুবদলের স্লোগানে একদিন বানের পানির মতো ভেসে যাবে। বিএনপির নেতাকর্মীরা যখন রাজপথে থাকে, তখন সরকারের বুলেট, লাঠিসোটার তোয়াক্কা করে না।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, বহু লোক বিদেশে ভিসার জন্য চেষ্টা করছেন, ভিসা পাচ্ছেন না। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ভিসার জন্য চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। বিশ্বের কোনো দেশ চোরবাটপারদের ভিসা দেয় না।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুক্তির বিষয়ে মির্জা আব্বাস বলেন, গোপন চুক্তির মাধ্যমে বহু সম্পদ বিদেশের হাতে তুলে দিয়েছেন। রামপালে বিদ্যুৎকেন্দ্র দিয়েছেন। ক্ষমতা থেকে যাওয়ার পর সব বের হবে। সরকার বিভিন্ন দেশে ধরনা দিচ্ছে। মাইনকার চিপায় পড়ে গেছেন। বের হওয়ার সুযোগ নাই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনি বলেন শান্তি সমাবেশ হবে, আবার বলেন আশান্তি সমাবেশ হবে। আবার বলেন এখন থেকে প্রতিরোধ করবেন। কাকে প্রতিরোধ করবেন? জনগণের টাকা লুটপাট করছেন, এর বিরুদ্ধে প্রতিরোধের কথা বললেন না তো! টাকা পাচারের বিরুদ্ধে প্রতিরোধের কথা বলেননি।
মির্জা আব্বাস আরও বলেন, আপনার বক্তব্য উসকানিমূলক। বিএনপি নেতাকর্মীদের সংঘাতের দিকে আসতে বললেন। আমরা তা চাই না। শান্তিপূর্ণ কর্মসূচিতে এই সরকারের পতন ঘটাব।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপিনেতা সালাহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম বকুল প্রমুখ।