উপাচার্যের স্বাক্ষর জালিয়াতি, কারাগারে জবি শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য এবং বিভাগীয় চেয়ারম্যানের সই ও সিল জালিয়াতির মামলায় গ্রেপ্তারকৃত সজিব আহমেদকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হাসান মাতুব্বর আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আসামির একদিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে আসামিকে আজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
অভিযুক্ত সজিব জবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নথি থেকে জানা গেছে, শিক্ষার্থী সজিব আহমেদ প্রতারণার মাধ্যমে জবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিল ও সই জাল করেন। গত ২৩ মে বিভাগ পরিবর্তনের জন্য উপাচার্য বরাবর একটি আবেদন করেন, যেখানে সিল ও সই ছিল বিভাগীয় চেয়ারম্যানের। সিল ও সই করেও আবেদনটি আইটি অফিসে জমা দেন ওই শিক্ষার্থী।
বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানা পুলিশকে জানান জবি প্রক্টর ড. মোস্তফা কামাল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজিবকে হেফাজতে নেন। এরপর তার কাছ থেকে জাল সিল ও সই সম্বলিত দুই পাতা এবং অন্যান্য কাগজপত্র জব্দ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইদুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন।