রাজধানীতে নবজাতকসহ দুজনের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের নাম-পরিচয় জানা গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, হাইকোর্ট সংলগ্ন ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সিআইডির ফরেনসিক টিম তার পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।
অপরদিকে একই থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা বলেন, ‘বুয়েট এলাকায় ময়লার ডাস্টবিনে একটি কাটনের ভেতর রাখা ছিল ছেলে নবজাতকটির মরদেহ। এক রিকশাচালক সেটি দেখতে পেয়ে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, নবজাতকটির মরদেহ কেউ ডাস্টবিনে ফেলে রেখে গেছে। মরদেহটি কিছুটা পচে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’