পরীক্ষার হলে ছেলে, না ফেরার দেশে মা
মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। গত রমজানের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য বাধ্য হয়ে চলে যান বাবার বাড়ি। এরই মধ্যে ওই মায়ের একমাত্র ছেলে শফিকুল ইসলাম অনিকের এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসে। পরীক্ষায় অংশ নেয় ছেলে। গতকাল শনিবার (২৭ মে) অনিকের পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। মুঠোফোনে দোয়া চেয়ে সময়মতো পরীক্ষা কেন্দ্রে যায় সে। বসে নিজের সিটে। অংশ নেয় পরীক্ষায়। এরই মধ্যে না ফেরার দেশে চলে যান ওই মা। পরীক্ষা শেষে স্বজনেরা তাকে নানার বাড়ি নিলে ঘটনাটি জানতে পারে সে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে অনিক। সে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তার মায়ের নাম আমেনা বেগম।
অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান বলেন, ‘সকালে অনিবের মা মারা যান। বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হয়েছে।’
এসএসসি পরীক্ষার্থী অনিকের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।