মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন সরকারের নতুন ভিসা নীতি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এ ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।’
আজ সোমবার (২৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
‘সরকারের নীতিনির্ধারকরা বলছেন—গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হলো। এ কথা কি প্রমাণ করে না যে আগের সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি?’ একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। গাজীপুরের নির্বাচন সম্প্রতি হয়েছে বলেই এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।’
মার্কিন নতুন ভিসা নীতি দেশের সব মানুষের জন্য লজ্জাকর কি—না, এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এমন মার্কিন ভিসা নীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের অনেক দেশের বিষয়ে তাদের ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। কারও বিষয়ে ঘোষণা করেছে, কারও বিষয়ে করেনি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনে অবারিত সুযোগ তৈরি করেছে। পাশাপাশি গুজব তৈরি করে মানুষের জীবনকে ক্ষেত্রবিশেষ জটিল ও দুর্বিষহ করে তুলছে।’