প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়, ২ নারীসহ গ্রেপ্তার ৩
মাগুরায় মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে নারী দিয়ে অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ চক্রের মূলহোতা শাহিনুর শেখকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্ল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গতকাল রোববার দুপুরে পৌর এলাকার ডেফুলিয়া গ্রামের শামসু বিশ্বাস (৩৬) নামে এক ব্যক্তিকে শহরের নতুন বাজার এলাকা থেকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি জেনে দ্রুততম সময়ের মধ্যে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) টিম ও ডিবি টিম যৌথ অভিযান শুরু করে। পরে সন্ধ্যার মধ্যে অভিযান চালিয়ে শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে চক্রের মূলহোতা শাহিনুর শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি মতে দুই নারী সহযোগী একই এলাকার কুদ্দুসের স্ত্রী জুলেখা (৩৫) ও জাকির ওরফে অপুর স্ত্রী নদীকে (৩৫) গ্রেপ্তারসহ ভিকটিম শামসু বিশ্বাসকে উদ্ধার করে ওই টিম।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নদী মোবাইল ফোনে সামসু বিশ্বাসকে প্রেমের ফাঁদ পেতে দেখা করার কথা বলে নিজনান্দুয়ালী এলাকায় জুলেখার বাড়িতে নিয়ে যান। পরে তাঁকে রুমের মধ্যে আটকে বিবস্ত্র করে নদীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেন শাহিন শেখ। এরপর শামসুকে জিম্মি করে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিকাশে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে বলেও জানান তাঁরা।
গ্রেপ্তার শাহিন শেখের নামে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকের ছয়টি মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্ল্যাহ।