শেরপুরে মধুটিলা ইকোপার্কে বন্যহাতির তাণ্ডব
শেরপুরের গারোপাহাড়ের পর্যটনকেন্দ্র মধুটিলা ইকোপার্ক বন্যহাতির পালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ মে) দিনগত রাতে বন্যহাতির দল ইকোপার্কে তাণ্ডব চালায়।
বন্যহাতির তাণ্ডবে ইকোপার্কের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির দল শিশুপার্ক, মিনি চিড়িয়াখানা গুঁড়িয়ে দিয়েছে। মিনি চিড়িয়াখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হাতির দল। এ সময় ফটকের পাশের গার্ডদের ঘরও ভেঙে ফেলে। ইকোপার্কের আরেকটি ফটকের দেয়ালও ভেঙে ফেলে হাতির দল। বন্যহাতির পালটি পার্কের গাছপালায়ও তাণ্ডব চালায় রাতভর।
এ ব্যাপারে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হাতির তাণ্ডবের ইকোপার্কসহ সমগ্র এলাকার মানুষ আতঙ্কিত থাকে। গত রাতে ইকোপার্কের তাণ্ডব আরও দীর্ঘস্থায়ী হতো যদি স্থানীয় মানুষ পটকা ফুটিয়ে, মশাল জ্বালিয়ে হাতির পালকে তাড়া না করত।