বরিশালে মেয়র পদপ্রার্থী রুপনকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কামরুল আহসান রুপনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
এর আগে গত বৃহস্পতিবার (১ জুন) এই ১৯ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। নোটিশে ২৪ ঘণ্টারর মধ্যে তাদের জবাব চেয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে রুপন জবাব দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেননি তিনি। ফলে তার জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
শনিবার (৩ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে গত ১৫ বছর ধরে ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম-খুন ও সরকারি পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছে তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন রূপন।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার বিএনপির অন্তত ২১ জন বর্তমান ও সাবেক নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।