রাজধানীতে ২ ভাইয়ের মৃত্যু, টিটু মোল্লা রিমান্ডে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার টিটু মোল্লা নামের এক আসামির দুই দিনের রিমান্ড দিয়েছেন আদলত। আজ মঙ্গলবার (৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবী এই আদেশ দেন।
এদিন ঢাকার চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি টিটু মোল্লাকে হাজির করে সাত দিন রিমান্ড নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ডের আদেশ দেন।
টিটু মোল্লা ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি বালাইনাশক (পেস্ট কন্ট্রোল) প্রতিষ্ঠানের কর্মী। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নথি থেকে জানা গেছে, গত শুক্রবার পোকামাকড় নিধনে একটি পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কর্মীদের বাসায় ডেকে আনেন মোবারক হোসেন ও শারমিন জাহান দম্পতি। কীটনাশক স্প্রে করার পর কর্মীরা বলে যান, ছয় ঘণ্টা যেন কেউ বাসায় না ঢোকেন। এরপর পুরো বাসা পরিষ্কার করে বসবাস করতে হবে।
পরিবারটি বাইরে সময় কাটিয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে শাহির। এরপর অসুস্থ হয়ে পড়ে তার বড় ভাই শায়ান।
গত রোববার ভোরে দুই ভাইকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহিরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শায়ানও মারা যায়। তবে এই দম্পতির অপর সন্তান (মেয়ে) সুস্থ আছে।
এ ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন।