ডিএমপির ২ সহকারী পুলিশ কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন—ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। তাকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) মেরিনা আক্তারকে বদলি করা হয়েছে ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে।