মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, বৃষ্টিতে মিলছে না স্বস্তি
ভোর থেকে আকাশ মেঘে ঢাকা, সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও মোংলাসহ উপকূলে কমেনি উষ্ণতা, বরং বাতাস না থাকায় অসহনীয় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন।
গতকাল বুধবার (৭ জুন) বিকেলে মোংলা সমুদ্রবন্দরে আবহাওয়া অফিসের জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। তবে সতর্ক সংকেত আরও বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন, হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু গরমের অস্বস্তি থেকে রেহাই পাচ্ছে না মানুষ। পৌর শহরের রিজেকশন গলির দিনমজুর আমির হোসেন বলেন, ‘ভোর থেকে আকাশ মেঘলা, হালকা বৃষ্টিও হচ্ছে। তবে, গরম কমছে না। গুমোট আবহাওয়া ও ভ্যাপসা গরমে শরীর ঘামে ভিজে যাচ্ছে। একটু বাতাসও নেই। কাজ করতে কষ্ট হচ্ছে। ঝুম বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবে না।’
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘মোংলাসহ উপকূলীয় এলাকায় আপতত যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় এ বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে ধীরে ধীরে গরম কমে আসবে।’
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।