রাজধানীতে ৩ চোরাকারবারি গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. আকাশ (২৭) এবং তার অন্যতম দুই সহযোগীকে বিপুল চোরাই মোবাইলসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩।
আজ বৃহস্পতিবার র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর শাহবাগ থানার গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. আকাশ (২৭) ও তার অন্যতম সহযোগী রাজিব হোসেন (২৩) এবং মো. সাগরকে (৩৩) ২৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইলফোনসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি তারা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এ ছাড়া এই চক্রটির রাজধানীর একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে তারা জানায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।