দেশে হারিকেনের কদর বাড়ছে, দাবি কর্নেল অলির
দেশে হারিকেনের কদর বাড়ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, ডলার সংকটের কারণে কয়লা, তেল-গ্যাস ও বিদ্যুৎ আমদানি করা যাচ্ছে না। সর্বত্র চলছে দুঃশাসন, অন্যায়, অবিচার ও অরাজকতা। বাড়ছে হারিকেনের কদর।
আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এলডিপি প্রেসিডেন্ট এসব কথা বলেন।
কর্নেল অলি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে জোরপূর্বক ক্ষমতা দখল করে ক্ষমতাসীন সরকার দেশ পরিচালনা করে আসছে। এ সময়ে দেশ দুর্নীতিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। দুর্নীতি, অদক্ষতা ও দলীয়করণ সকলস্তরকে গ্রাস করেছে। টাকা পাচারের অঙ্ক এক বছরের বাজেটকেও ছাড়িয়ে গেছে। অদক্ষ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে, তাতে ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতি, সুদ ও ভর্তুকিসহ অনেকগুলো ঝুঁকি বিদ্যমান। বাজেটে ঘাটতি পূরণে বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। ঋণ খেলাপিদের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। ব্যাংকগুলোতে নগদ টাকার অভাব। আমাদের সকলের মাথাপিছু ঋণ এক লাখ পাঁচ হাজার টাকা।’
বাজারে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না জানিয়ে কর্নেল অলি বলেন, ‘সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় তিন থেকে চার গুণ বেড়েছে। মানুষদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মানবাধিকার বলে দেশে কিছু নেই। সরকারি দলের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভীতি প্রদর্শন করছে। কিন্তু, দেখার কেউ নেই।’