আ.লীগ সংলাপ নিয়ে আপাতত ভাবছে না : কাদের
আওয়ামী লীগ এই মুহূর্তে সংলাপ নিয়ে ভাবছে না জানিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি বন্ধুরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সরকারও সেই ধরনের নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সরকারের প্রতি নিষেধাজ্ঞা আনার ষড়যন্ত্র করে বিএনপি নিজেরাই খাঁদে পড়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই খাঁদে পড়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে ভিসা নীতি পেয়েছে। এই ভিসা নীতি আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। কে কার প্রয়োজনে কাকে ভিসা দেবে, কাকে দেবে না, সেই দেশের ব্যাপার। আমরা আমাদের দেশে কাকে ভিসা দেব, কাকে দেব না, এটা আমাদের ব্যাপার। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে?’
কাদের বলেন, ‘এখন কথার ছলে আমু ভাই (আমির হোসেন আমু) কী এক সংলাপের কথা বলছেন, তারা এটাকে আসল কথা ভেবে এখন সংলাপের মূলা দেখে আবারও জিহ্বা বেড়িয়ে এসেছে। হবে না। হবে না। আপাতত আমরা ভাবছি না। ভাবব কিনা, সেটা পড়ে দেখা যাবে।’
দেশের তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না জানিয়ে বিএনপিকে মন না খারাপ করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ নিয়ে ভেবে ভেবে মন খারাপ করে লাভ নেই। এটা আর আসবে না। তত্ত্বাবধায়ক মরে গেছে। মরা কিছুকে জীবিত করা চেষ্টা করবেন না। আমরা মারিনি, আদালতের আদেশে মরে গেছে। ফখরুল আপনি কেন বারবার আওয়ামী লীগের নামে এই অপবাদ দেন? আপনাকে সতর্ক করছি, আওয়ামী লীগের কখনো তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ করেনি। এটা করেছে দেশের সর্বোচ্চ আদালত।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।