মারামারি-হট্টগোলে শেষ হলো দক্ষিণ মহানগর আ.লীগের সভা
ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে, সেটি চরম অব্যবস্থাপনায় ব্যর্থ হয়। হট্টগোল, মারামারি, লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নেতাদের সামনেই ঘটে এসব ঘটনা।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে আলোচনা সভা চলার সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসছিলেন নেতাকর্মীরা। হঠাৎ সমাবেশস্থলের ভেতরেই বাঁধে মারামারি। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। ব্যানার খুলে তাতে ব্যবহৃত বাঁশ আর লাঠি নিয়েও চলে পিটাপিটি। দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া। এসময় সভায় আসা নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ালে তারা নিরাপদ আশ্রয়ে চলে যান। অনেকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে গিয়ে আশ্রয় নেন।
এসময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সরেজমিনে দেখা যায়, সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফী বারবার শান্ত হওয়ার আহ্বান জানালেও তা শোনেননি কেউ। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
শেষপর্যন্ত পরিস্থিতি শান্ত হলেও পুরো অনুষ্ঠান জুড়ে চলে বিশৃঙ্খল পরিস্থিতি। এ নিয়ে দায়িত্বশীলরা ছিলেন নির্বিকার। ব্যানার নিয়ে মঞ্চের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় শত শত নেতাকর্মীদের।
পরে এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।