রাজধানীর ধানমণ্ডি থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. পারভেজ ইসলামকে ধানমণ্ডি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ধানমণ্ডি থানার ওসি মো. ইকরাম আলী মিয়াকে লাইনওয়ারে (কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর) বদলি করা হয়েছে।