বিএনপির সঙ্গে আপাতত সংলাপের কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের
বিএনপির সঙ্গে আপাতত সংলাপের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না।’
এ সময় ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কে পেয়েছেন তা জানান কাদের। তিনি জানান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত দল থেকে মনোনীত হয়েছেন।
জানা গেছে, মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন।
আজ বোর্ডের সভায় ঢাকা-১৭ আসনের প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও ৯টি পৌরসভা, ৩৭টি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।