মায়ের পাশে চিরনিদ্রায় সিরাজুল আলম খান
নোয়াখালীর বেগমগঞ্জে মায়ের কবরের পাশে শায়িত বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খান (দাদা ভাই)। আজ শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার আলীপুর গ্রামে জানাজা শেষে সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
এর আগে আজ দুপুরের দিকে পৈতৃক ভিটায় সিরাজুল আলমের মরদেহ আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সিরাজুল আলম খানের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় হাজারও মানুষ। এরপর বীর মুক্তিযোদ্ধা তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
গতকাল শুক্রবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
১৯৬১ সালে ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন সিরাজুল আলম। ১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয় তার উদ্যোগে।