গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত, সাধারণ সম্পাদক রনি
গাজীপুর মহানগরে শওকত হোসেন সরকারকে সভাপতি এবং এম মঞ্জুরুল করীম রনিকে সাধারণ সম্পাদক করে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার (১১ জুন) দুপুরে নগরীর বসিন থানার টেকনগর পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির রির্টানিং অফিসার অ্যাডভোকেট গাজী কামরুজ্জামান ইসলাম সজল তাদের নাম ঘোষণা করেন।
এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী রির্টানিং অফিসার অ্যাডভোকেট জাকিরুল ইসলাম এবং সহকারী রির্টানিং অফিসার অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন।
অ্যাডভোকেট গাজী কামরুজ্জামান ইসলাম সজল জানান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুন দুটি পদে দুজন ছাড়া অন্যান্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শওকত হোসেন সরকার সভাপতি এবং এম মঞ্জুরুল করীম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।