হাছন রাজার শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মরমি কবি হাছনরাজার শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১২ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগের সমন্বয়ক শামসুল আলম সেলিম, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী, শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তুষ।
আলোচনা সভায় বক্তারা মরমি কবি হাছন রাজার সৃষ্টিকর্ম নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, হাছন রাজা একজন জমিদার হয়েও অতি সাধারণ জীবন যাপন করতেন। হাছন রাজা শাসক হয়ে নয় বরং তার গান এবং সুর দিয়ে মৃত্যুর শত বছর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন।
বক্তারা হাছন রাজার গান ও লেখা তরুণ প্রজন্মের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান
আলোচনা সভা শেষে হাছন রাজার শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও আঞ্চলিক শিল্পীরা।