প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হয়েছেন ঢাকা-৯ (মুগদা, সবুজবাগ ও খিলগাঁও) আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সোমবার (১২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী (সবুজমতি ভবন, ২৮৭/১২, ব্লক-সি (বিশ্বরোড), খিলগাঁও, ঢাকা ১২১৯)-কে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত (স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেঞ্জ) হিসেবে নিয়োগ করেছে।’
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘অবৈতনিক দায়িত্ব হিসেবে তিনি (সাবের হোসেন) কোনো বেতন-ভাতা পাবেন না।’