ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ
সর্বশেষ ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়িয়েছিল সরকার। এবার ঈদুল আজহার ছুটি আরও একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদে মানুষের ভোগান্তি কমাতেই এই সুপারিশ করা হয়েছে। এমনটি হলে এবারের ঈদে টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মজীবীরা।
আজ মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর ঈদের সময় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শহর থেকে গ্রামে ঈদ করতে যায়। মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সেজন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।’
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ জুন থেকে তিন দিনের ছুটি শুরু হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী একদিন ছুটি বাড়লে এবারের ঈদের ছুটি হবে চার দিন।