১৭ বছর পর র্যাবের হাতে ধরা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি
১৭ বছর পালিয়ে থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রুবেল নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারজানা হক জানান, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালের মে মাসে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলাটি হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। গতকাল রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফারজানা হক।