এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না : জি এম কাদের
‘বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকেলে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো একটা সুষ্ঠু নির্বাচন। এর জন্যই ভিসা নীতি। আমরা এই ভিসা নীতি সমর্থন করি। বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতে দেশের শত ভাগ ক্ষমতা। মন্ত্রিপরিষদ পরিবর্তিত হলে যে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, তা নয়। শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীর হাতেই থাকবে।’
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য ফখরুল ইমাম, কেন্দ্রীয় নেতা সিরাজুল হক, জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।