‘আস্তাগফিরুল্লাহ, আমি ইন্তেকাল করলে কি তিনি খুশি হতেন?’
‘উনি কি ইন্তেকাল করেছেন—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র পদপ্রার্থী আহত প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নে এমন বক্তব্য দিয়েছিলেন। গতকাল সোমবার (১২ জুন) করা সিইসির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন হাতপাখা প্রতীকের ওই প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সিইসিকে উদ্দেশে তিনি বলেন, ‘আস্তাগফিরুল্লাহ। এটি কেমন কথা! হামলায় আমি আহত হয়েছি, এতে তিনি (সিইসি) খুশি হতে পারেননি। আমি ইন্তেকাল করলে কি তিনি খুশি হতেন? আমি ইন্তেকাল না করায় সিইসির আশা পূরণ হয়নি।’
আজ মঙ্গলবার বরিশালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম। ‘আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে’ বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন, ‘নির্বাচনের নামে আওয়ামী লীগ একটি নাটক সাজিয়েছে। প্রতিটি কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে। এটি আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তারা আমার কথায় কানেই নিল না। আওয়ামী লীগ বাইরে থেকে লোক এনে প্রতিটি কেন্দ্র দখল করে নিয়েছে।
আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই দরকার উল্লেখ করে মুফতি ফয়জুল করিম বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, আগামী জাতীয় নির্বাচনের জন্য অবশ্যই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রয়োজন। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি এবং হবেও না। আমাদের কোনোভাবেই আওয়ামী লীগ আর নির্বাচনে নিতে পারবে না।’