আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে : আমীর খসরু
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ পরাজিত হয়ে গেছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগ নির্ভরশীলতা জনগণের ওপর নেই। তাদের নির্ভরশীলতা পুলিশ, র্যাব ও আনসারের একাংশের ওপর।’
আজ মঙ্গলবার (১৩ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে আমীর খসরু এসব কথা বলেন। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মহাখালী থেকে পদযাত্রা শুরু হয়ে কারওয়ান বাজার গিয়ে এটি শেষ হয়।
আমীর খসরু বলেন, ‘ওই একাংশ এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বেআইনি কাজ করছেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবিধান লঙ্ঘন করছেন। এই একাংশের কাছে অনুরোধ এই পথ থেকে সরে আসেন। দেশের জনগণ জেগেছে।’
হারিকেন দেখিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই হারিকেন শেখ হাসিনা সরকারের হাতে ধরিয়ে দিতে হবে। আমরা জয়ের শেষভাগে এসে পৌঁছেছি। সহিংসতা কে করে, যার সঙ্গে জনগণের সমর্থন নাই তারা। কোটি কোটি জনতা বিএনপির পক্ষে আছে, আমরা কেন সহিংসতা করব? সরকারকে বলব ওই পথে যাইয়েন না। সুবোধ বালকের মতো গণতন্ত্রের পথে ফিরে আসেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে।’