বিআইডব্লিউটিএর নদী খননকাজের ড্রেজার ভাঙলেন ইউএনও!
মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে বিআইডব্লিউটিএর নদী খননকাজে ব্যবহৃত ড্রেজার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী জ্রেজার ব্যবসায়ী মিঠু মুন্সী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় বিআইডব্লিউটিএর খননকাজের আওতায় আড়িয়াল খাঁ নদ খননের কাজ পান ঠিকাদার মিঠু মুন্সী। কার্যাদেশ পাওয়ার পর তিনি নদ খননকাজ করছিলেন। গতকাল সোমবার রাতে তাঁর খননকাজে ব্যবহৃত ড্রেজার ভেঙে ফেলা হয়। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়।
ঠিকাদার মিঠু মুন্সী অভিযোগ করে বলেন, ‘আমার ড্রেজার উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে ফেলেছেন ইউএনও। এতে আমার ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আমার ক্ষতিপূরণ চাই সরকারের কাছে। আমি তো সরকারি কাজ করছি। সরকারি কাজ করলেও কি সেটা অবৈধ? এটা তো আমার জানা ছিল না।’
ইউএনও মো. মাইনুদ্দিন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। তবে নদী খননের কাজে ব্যবহৃত ড্রেজার উপজেলা প্রশানের কেউ ভাঙেনি। অন্য কেউ ভাঙতে পারে।’