রাজধানীতে পকেটমার চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ১৭, উদ্ধার ৪০ মোবাইলফোন
রাজধানীতে ছদ্মবেশী নয় নারী পকেটমারসহ ওই চক্রের ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (১৩ জুন) লালবাগের পিলখানা ও শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৪০টি চোরাই মোবাইলফোন উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ফারুক হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
লালবাগে থানায় গ্রেপ্তার আসামিরা হলেন—মো. মাহাবুব হোসেন (৩২), মো. মোক্তার হোসেন (৪০), রফিকুল ইসলাম (৪২), মো. ইমরান হোসেন (২০), বর্ষা আক্তার মীম (২২), সুমি আক্তার প্রিয়া (২৩), শাবনুর (২৭), আলেয়া আলো (২১), সাথী আক্তার (২৬) ও পলাতক আসামি মো. ইউসুফ (২২)। এছাড়া, শাহবাগ থানায় গ্রেপ্তার আসামিরা হলেন—ছৈয়দ হালদার (৪০), মো. আশরাফ ঢালী (৩৮), মো. জাকির হোসেন (৩৯), মোছা. ছকিনা বেগম (৪৩), সুজনা আক্তার (২৬), মোসা. তানিয়া খানম (২৭) ও তাসলিমা খাতুন (৩৭) ।
ফারুক হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। দীর্ঘদিন নিউমার্কেট, আজিমপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ড, স্কুল-কলেজ, মার্কেটে ও হাসপাতালে বিশেষ কৌশলে পকেট থেকে মোবাইলফোন ও নগদ টাকা চুরি করতেন।