হজে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ১৯ জনে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) মক্কায় বাংলাদেশ হজ কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয় ।
সদ্যপ্রয়াত হজযাত্রীরা হলেন—কুমিল্লা বরুড়ার বাসিন্দা মো. আবুল কাশেম (৪৬)। তাঁর পাসপোর্ট নম্বর-এ ০৭১১৬১১৬ এবং রাজশাহী রাজপাড়ার বাসিন্দা মো. শাহাজাহান আলী (৬৬)। তাঁর পাসপোর্ট নম্বর-ইএফ ০২৭০২০৩। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৬ ও মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।