৪৫ মণ কালা মানিকের দাম ২৫ লাখ টাকা
গায়ের রং কুচকুচে কালো। তাই তার নাম ‘কালা মানিক’। ওজন প্রায় এক হাজার ৮০০ কেজি। ধারণা করা হচ্ছে জেলায় সবচেয়ে বড় কোরবানির পশু এই কালা মানিক।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারী বাজার এলাকায় মায়ের দোয়া হালিমা ডেইরি ফার্মে লালনপালন করা হচ্ছে কালা মানিককে। তার দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। সরাসরি কিংবা অনলাইনে তাকে বিক্রির সব ধরনের প্রস্তুতি নিয়েছেন খামারের মালিক।
মায়ের দোয়া হালিমা ডেইরি ফার্মের পরিচালক নাছির উদ্দিন শিপন জানান, ঘাস, খৈল, ডাল আর গমের ভূসি কালা মানিকের পছন্দের খাবার। কেমিক্যাল বিহীন দেশি পানি ছাড়া প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ কেজি খাবার খায় কালা মানিক। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে কালা মানিককে দেখার জন্য। উপযুক্ত দাম পেলে কালা মানিককে তিনি বিক্রি করবেন।
কালা মানিকের পরিচর্যাকারী রেজাউল করিম বলেন, ‘চার বছর ধরে অনেক যত্ন সহকারে লালান-পালন করে কালা মানিককে বড় করা হয়েছে। মানিক যেমন মানুষের কাছে মূল্যবান সম্পদ, তেমনি এই কালা মানিক আমাদের কাছে মূল্যবান। আমরা অনেক সখের বশে তার নাম দিয়েছি কালা মানিক। এত বড় আকারের কোরবানির পশু জেলায় আর একটিও নেই। অনেকে আসছেন কালা মানিককে দেখতে। বর্তমান বাজার পরিস্থিতিতে খামারের মালিকরা তেমন ভালো অবস্থায় নেই। বেড়েছে পশু খাদ্যের দাম। তাই পশুর দামও এবার বেশি হবে।’
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘জেলায় এবার কোরবানির ঈদে পশুর চাহিদা রয়েছে ৭০ হাজারেরও বেশি। আশা করছি ঘাটতি হবে না। ঈদকে ঘিরে খামারিরা চাহিদা অনুযায়ী পশু প্রস্তুত করছেন। মৌসুমি খামারিরা এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। যাদের বড় বড় কোরবানির পশু রয়েছে, তাদের অনলাইনে বিক্রির পরামর্শ দিচ্ছি। তাহলে হাটে নেওয়ার ঝামেলা পোহাতে হবে না।’