সচিবালয় অভিমুখে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ
সচিবালয়ের অভিমুখে আগামী সোমবার (১৯ জুন) গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান এবং খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে তারা। আজ বৃহস্পতিবার (১৫ জুন) এক বৈঠক কর্মসূচি সফলের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নাদিমকে প্রাণ হারাতে হয়েছে। এতে স্পষ্ট যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে তাকে জীবন দিতে হয়েছে। অনতিবিলম্বে নাদিম হত্যার সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন নেতৃবৃন্দ।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী প্রমুখ।