অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে আইনজীবীদের সংবাদ সম্মেলন
এক আইনজীবীকে নিজ অফিসে মারধরের অভিযোগ উঠেছে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ৩টায় আইনজীবী সমিতির হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘আমরা অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার পর্যন্ত সময় দিয়েছি। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে আমরা বরখাস্তের দাবি করব। পুলিশ তাদের মতো ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমাদের দাবি তাঁকে বরখাস্ত করতে হবে।’
লাঞ্ছিত আইনজীবী আশিকুর রহমানের দরখাস্তের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, লাঞ্ছিত আইনজীবী আশিকুর রহমান তাঁর ভাই উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এলাকায় নানা অসামাজিক ও অপকর্ম করছেন দাবি করে আইজিপি বরাবরে অভিযোগ দেন। গতকাল ১৪ জুন বেলা আড়াইটায় শুনানি করতে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরের কক্ষে যান আশিকুর। অতিরিক্ত ডিআইজি শুনানিকালে তাঁকে বলেন ‘তুই ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়ে আছস’ বলে চড়-থাপ্পড় দেন এবং রড দিয়ে বেধড়ক পিটুনি দেন।’
এই দরখাস্ত পেয়ে সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল গতকাল বুধবারই পুলিশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন এবং বিষয়টি অবহিত করতে আজ সংবাদ সম্মেলন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘এনামুল কবির দুই দিনের ছুটিতে আছেন। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’