আওয়ামী লীগ এলোমেলো লীগ হয়ে গেছে : মোশাররফ
‘আওয়ামী লীগ এলোমেলো লীগ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার (১৬ জুন) বিকেলে মিরপুর পল্লবী সিটি ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে মোশাররফ এই দাবি ও মন্তব্য করেন। দেশব্যাপী লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারের মাথা ঠিক নেই। এক মন্ত্রী এক কথা বলে, অন্য মন্ত্রী আরেক কথা বলে। এক নেতা এক কথা বলে, অন্য নেতা আরেক কথা বলে। আওয়ামী লীগ এখন এলোমেলো লীগ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘এই আওয়ামী লীগের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে চুরি ডাকাতি হয়েছে। এখন তারা বিদেশিদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের জনগণ এবং বিশ্ববাসী জানে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই সরকারকে হঠাতে হবে। কিন্তু, এই সরকার আপোষে যাবে না। তাদের হটাতে গণঅভ্যুত্থানের দরকার।’
সরকারের চাপাবাজি মিথ্যাবাদী দেশের জনগণসহ সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে মন্তব্য করে মোশাররফ বলেন, ‘অতীতে কোনো প্রধানমন্ত্রী জেনেভায় আইএলও সম্মেলনে যোগ দেয়নি। তবে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আজ সেখানে যোগ দিয়েছেন। যেখানে বিশ্বের সবাই জানে বাংলাদেশের অর্থনীতি তলানিতে চলে গেছে। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে।’
গুম, খুন, হামলা, মামলা, গ্রেপ্তার ও হয়রানি করে এই সরকার টিকে রয়েছে জানিয়ে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘তাদের কারণে আমেরিকা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে। ভিসা নীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য লজ্জার, সম্মানের নয়। এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার।’